কমলগঞ্জ প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি , ২০২০ ২১:৫৯

দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় কমলগঞ্জে দিনব্যাপী সড়ক অবরোধ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের ১৫নং সেকশনে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বেপরোয়া গতির বালুবোঝাই ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে রুহিন মিয়া (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হন।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত কমলগঞ্জের মুন্সিবাজার-মিরতিংগা-ভৈরবগঞ্জ বাজার সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ নির্মাণ শ্রমিকরা।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান, অর্থ সম্পাদক সাইফুর রহমান, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক লোকমান হোসেন, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদীনসহ সমিতির নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবরোধ পালন করেন।

অবরোধ চলাকালে নির্মাণ শ্রমিকরা ঘাতক ট্রাকের চালক চিহ্নিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।

এদিকে নিহত রুহিনের প্রথম জানাজা শুক্রবার বিকাল সোয়া ৪টায় বালুঘাট এলাকায় এবং বিকাল ৫টায় রামচন্দ্রপুর বায়তুলহুদা জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চাবাগানের ১৫ নং সেকশনে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বেপরোয়া গতির বালুবোঝাই ট্রাকের চাপায় রুহিনের মৃত্যু হয়। বালু বোঝাই ট্রাকটি একই ইউনিয়নের হুসনে আরা এন্টারপ্রাইজের লিজকৃত বালু মহাল থেকে বালু নিয়ে ভৈরবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল।

আরও জানা যায়, দিনের কাজ শেষে শ্রমিকরা বাড়ী ফিরছিলেন। তার সাথে থাকা আরও ২ জন নির্মাণ শ্রমিক সড়ক থেকে পাশ্ববর্তী খালে পড়ে জীবন বাঁচান। নিহত নির্মাণ শ্রমিক রুহিন মিয়া রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নানু মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত রুহিনের বিয়ের কাবিন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শুধু বিয়ের দিন তারিখ ধার্য হবার কথা ছিল। কিন্তু বালুবোঝাই ঘাতক ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে প্রাণ হারালো নির্মাণ শ্রমিক রুহিন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত