গোয়াইনঘাট প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি , ২০২০ ১১:৫৩

গোয়াইনঘাটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে মহান মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর। পাশাপাশি এ সময় শহীদ মিনারে উপজেলার সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনার্থে উপজেলা শহীদ মিনারে প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেছেন গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর গোয়াইনঘাট উপজেলা পরিষদ, গোয়াইনঘাট থানা পুলিশ বিভাগ ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করছেন।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র এএসপি নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ  মো. আব্দুল আহাদ, ইন্সপেক্টর (তদন্ত) হিল্লোল রায়, এসআই যিশু দত্তসহ থানা পুলিশের বিপুল সদস্যবৃন্দ।

গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক, সাবেক সভাপতি মঞ্জুর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন,সদস্য রফিক সরকার, শাহ আলম, মিনহাজ মির্জা, মাই টিভির গোয়াইনঘাট প্রতিনিধি হুমায়ূন আহমদ, সাংবাদিক কাওসার আহমেদ রাহাতসহ গোয়াইনঘাটে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

পরে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

আপনার মন্তব্য

আলোচিত