নিজস্ব প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি , ২০২০ ১৪:৪৬

সিলেটে প্রভাতফেরিতে মানুষের ঢল

মহান একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বের করা প্রভাতফেরিতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। প্রভাতফেরির মাধ্যমে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন নানা শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন।

এ সময় শ্রদ্ধার ফুল হাতে নিয়ে শোকের আবেশে সাদা-কালো পোশাকে খালি পায়ে তারা এগিয়ে যান সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। বৃহস্পতিবার রাত ১২টা ১মিনিট থেকে শুরু করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অনেকেই ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বেলা ১১টা পর্যন্ত।

এদিকে সকালে নানান বয়সী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুল, ব্যানার, জাতীয় পতাকা ও ফেস্টুন হাতে খালি পায়ে প্রভাতফেরিতে অংশ নেয়। এছাড়া ভোর থেকেই লোকারণ্য ছিল কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণসহ এর সামনের সড়কটি।

এদিকে সিলেট সম্মিলিত নাট্য পরিষদসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ মিনার প্রাঙ্গণে দিনভর আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানের।

আপনার মন্তব্য

আলোচিত