নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২০ ১৩:৩৩

ইউএস-বাংলা ট্র্যাজেডি : সন্ধ্যায় ১২ নেপালি শিক্ষার্থীকে স্মরণ

নেপালের রাজধানী কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা বিমান দুর্ঘটনায় নিহত জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ১২জন নেপালি শিক্ষার্থীকে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ স্মরণ করবে কলেজ কর্তৃপক্ষ।

২০১৮ সালের ১২ মার্চ এই দিনে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস বাংলা বিমান দুর্ঘটনায় নিহত হন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ১২ নেপালী শিক্ষার্থী। তাদের অকাল মর্মান্তিক মৃত্যুর এই দিবসটিকে নানা কর্মসূচিতে স্মরণ করেবে নিহতদের সহপাঠী, শিক্ষক-শিক্ষার্থীরা। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় কলেজ ক্যাম্পাসে মোমবাতি প্রজ্জ্বলন ও স্মরণ অনুষ্ঠান পালিত হবে।

স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ণ চিকিৎসক এবং শিক্ষার্থীবৃন্দ। এতে সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭১ জন আরোহী নিয়ে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১১ ফ্লাইটটি। নেপালে পৌঁছানোর পর স্থানীয় সময় ২টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় ৩টা ৫ মিনিট) বোম্বাডিয়া কোম্পানির তৈরি ড্যাশ ৮ কিউ ৪০০ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়।

নেপালে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানের যাত্রী ছিলেন সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ১৩ নেপালি শিক্ষার্থী। রাগীব রাবেয়া মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত তালিকা ও ইউএস-বাংলার প্রকাশিত নামের তালিকা অনুযায়ী রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সেসব শিক্ষার্থীরা সেদিন বিমানের যাত্রী হিসেবে ছিলেন তারা হলেন, সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্ণিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, সামিনা বেনজারখার, আশ্রা শখিয়া ও প্রিন্সি ধামী।

এদিকে জীবিত যাত্রীদের তালিকা থেকে ২ জন শিক্ষার্থী জীবিত থাকার বিষয়ে সেদিন নিশ্চিত হওয়া যায়। তারা হলেন, সামিনা বেনজারখার ও প্রিন্সি ধামী। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রিন্সি ধামীও। এতে করে নেপালে সেদিনের বিমান বিধ্বস্তের ঘটনায় মারা যায় ১২ শিক্ষার্থী। 

আপনার মন্তব্য

আলোচিত