নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২০ ১৪:৪৮

করোনাভাইরাস: সিলেটে ভোক্তা অধিকার দিবসের অনুষ্ঠান স্থগিত

করোনাভাইরাস বিস্তার রোধে সিলেটে বিশ্ব ভোক্তা-অধিকার দিবসের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়, সিলেটের উপপরিচালক মো.ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আগামী ১৫ মার্চ রোববার, জেলা প্রশাসন, সিলেট, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, সিলেট এবং কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট বিভাগ এর যৌথ উদ্যোগে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভা অনিবার্যকারণবশতঃ স্থগিত করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে গৃহীত অন্যান্য কর্মসূচী বহাল থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত