বড়লেখা প্রতিনিধি

১৫ মার্চ, ২০২০ ১৯:১৭

মাধবকুণ্ড ইকোপার্কে পরিচ্ছন্নতা অভিযান

মাধবকুণ্ড ইকোপার্কে পর্যটকদের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে মাধবকুণ্ড ইকোপার্কের অভ্যন্তরে বনবিভাগের উদ্যোগে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান হয়।

শনিবার (১৪ মার্চ) বিকেলে ইকোপার্কের ইজারাদার ছালেহ্ আহমদ জুয়েলের নেতৃত্বে দু’দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুরু হয়। রোববার (১৫ মার্চ) দিনভর ইকোপার্ক এলাকায় পরিচ্ছন্নতা চালানো হয়েছে।

ইজারাদার ছালেহ্ আহমদ জুয়েল ছাড়াও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন বনবিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, পর্যটন পুলিশের এএসআই মো. মোক্তার হোসেন, মধাব বিটের স্টাফ মো. আমিনুল ইসলাম, সাদ্দাম হোসেন, আজিুর রহমান প্রমুখ।

ইকোপার্কের ইজারাদার ছালেহ্ আহমদ জুয়েল বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান করা হয়। পর্যটকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেও কাজ করেছি আমরা। যাতে যত্রতত্র পলিথিনসহ প্লাস্টিক সামগ্রী না পেলেন। দু’দিনব্যাপী পরিচ্ছন্নতা করা হয়।’

আপনার মন্তব্য

আলোচিত