মাধবপুর প্রতিনিধি

২৬ মার্চ, ২০২০ ১৫:০১

মাধবপুরে হোম কোয়ারেন্টিন মেনে চলতে সেনাবাহিনীর মাইকিং

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন ও হোম কোয়ারেন্টিন মেনে চলার জন্য সেনাবাহিনীর প্রচার অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে মাধবপুর বাজারে ক্যাপ্টেন আশিকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি পেট্রোল দল সামাজিক সচেতনতার লক্ষ্যে মাইকিং করে নোভেল করোনাভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে করনীয় সম্পর্কে হাটে আসা লোকজনকে অবহিত করেন।

হাটবাজারে সামাজিক দূরত্ব বজায়, জনসমাগম এড়িয়ে চলা, দ্রুত কাজ সেরে বাসায় ফেরা, অহেতুক ঘোরাফেরা না করা, মুখে মাস্ক পরিধান করা, বার বার সাবান পানি দিয়ে হাত ধোয়া, বিদেশফেরত প্রবাসীদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার অনুরোধ জানান তারা।

এর আগে ক্যাপ্টেন আশিক উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ, উপজেলা সহকারী (ভূমি) আয়েশা আক্তার, থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলামের সাথে মতবিনিময় করেন।

আপনার মন্তব্য

আলোচিত