কমলগঞ্জ প্রতিনিধি

২৮ মার্চ, ২০২০ ২২:৪৪

কমলগঞ্জে বিতরণের জন্য ৫০০ প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর

চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত দুঃস্থ ও অতিদরিদ্র জনসাধারণের মধ্যে বিতরণের জন্য ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার স্থানীয় সরকার প্রতিনিধির নিকট এসব খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান জানান, চলমান পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত আপাতত ৫০০ পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি করে মসুরি ডাল প্রদান করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত