কুলাউড়া প্রতিনিধি

৩০ মার্চ, ২০২০ ১৩:৪০

করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে মানুষের দ্বারে সমাজকর্মী মনি

করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধিতে সাধারণ মানুষ দ্বারে দ্বারে ঘুরছেন কুলাউড়ার নারী সমাজকর্মী তাসলিমা সুলতানা মনি।

রোববার (২৯ মার্চ) পৌর শহরের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষকে স্বাস্থ্যঝুঁকি নিয়ে অপ্রয়োজনে বাহিরে চলাফেরা না করে নিরাপদে ঘরে অবস্থান করা, হাতে গ্লাভস ও মাস্ক পরে বাহির হওয়া এবং সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ করা ও ঘরে ফিরে ভালোভাবে হাত ধৌত করাসহ সচেতনতামূলক পরামর্শ দেন তাসলিমা সুলতানা মনি।

এ সময় তিনি ব্যক্তিগত উদ্যোগে হ্যান্ড গ্লাভস ও মাস্ক পরিয়ে দেন নারী, পুরুষ এবং শিশুদের।

তাসলিমা সুলতানা মনি জানান, বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে একমাত্র উপায় সচেতনতা। নিজের পরিবারকে সচেতনতার পাশাপাশি সামাজিক দায়িত্বের তাগিদে আমি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, সামাজিক দূরত্ব মেনে চলা, জ্বর-কাশি হলে প্রাথমিকভাবে ঘরে অবস্থান এবং ঔষধ সেবন, অপ্রয়োজনে বাহিরে চলাফেরা না করা ও জনসমাগম না করা, নিয়মিত হাত ধোয়া, গ্লাভস এবং মাস্ক ব্যবহার করা এসব নিয়ম সাধারণ মানুষকে মেনে চলার প্রয়োজনীয়তা তুলে ধরার প্রয়াস চালিয়ে যাচ্ছি। সমাজের সচেতন মানুষকেও এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসা উচিত।

আপনার মন্তব্য

আলোচিত