দিরাই প্রতিনিধি

৩০ মার্চ, ২০২০ ১৮:২৩

দিরাই পৌরসভার জীবাণুনাশক স্প্রে

সুনামগঞ্জের দিরাই পৌরসভার প্রতিটি এলাকা ভাইরাস মুক্ত রাখার লক্ষ্যে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে দিরাই পৌরসভা। জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পৌর এলাকায় অব্যাহত থাকবে বলে জানান পৌর কর্তৃপক্ষ।

সোমবার (৩০ মার্চ) সকালে পৌরসভার কার্যালয় প্রাঙ্গণ থেকে করোনাভাইরাস সংক্রমণ রোধে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করেন পৌর মেয়র মোশাররফ মিয়া।

পৌর মেয়র মোশাররফ মিয়া বলেন, শহরকে নিরাপদ রাখতে পৌরসভার উদ্যোগে এই জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। প্রতিদিন পৌর এলাকার গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাতে এ জীবাণুনাশক স্প্রে করা হবে। এছাড়াও এই করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে জরুরী কাজ ছাড়া স্থানীয় জনসাধারণকে ঘরের বাইরে অহেতুক ঘোরাফেরা না করার পরামর্শ দেন তিনি।

কার্যক্রমের শুরুতে উপস্থিত ছিলেন পৌর কর্মকর্তা দেলোয়ার হোসেন, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, পৌরসভার স্টাফ আরব উদ্দিন, হানিফ আকন্দ প্রমুখ।

 

আপনার মন্তব্য

আলোচিত