জুড়ী প্রতিনিধি

০১ এপ্রিল, ২০২০ ১৮:২৮

জুড়ীতে এক মাসের দোকান ভাড়া মওকুফ করলেন মাহতাব মিয়া

মৌলভীবাজারের জুড়ীতে মার্কেট মালিক হাজী মাহতাব মিয়া এক মাসের দোকান ভাড়া মওকুফ করেছেন। তিনি তার মালিকানাধীন তিনটি মার্কেটের ২৭টি দোকানের এক মাসের ভাড়া মওকুফ করেন।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে দোকানপাট বন্ধ রয়েছে। এমতাবস্থায় দোকান ভাড়া দেয়া নিয়ে ব্যবসায়ীরা চিন্তামগ্ন। ঠিক সেই মুহূর্তে ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়ালেন জুড়ী কামিনীগঞ্জ বাজারের মাহতাব ম্যানশনের মালিক হাজী মাহতাব মিয়া।

মার্কেট মালিক হাজী মাহতাব মিয়ার পুত্র শামীম আহমদ জানান, করোনাভাইরাসে আজ সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনা মেনে সারাদেশে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন। আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। দোকান বন্ধ থাকায় ব্যবসায়ীরা চিন্তার মধ্যে রয়েছে কিভাবে ভাড়া দিবে। তাদের সমস্যা বিবেচনা করে পারিবারিক সিদ্ধান্তে আমাদের মার্কেটের ২৭ জন ব্যবসায়ীর এক মাসের ভাড়া মওকুফ করে দিয়েছি।

তিনি বলেন, এ দুঃসময়ে জুড়ীর সকল মার্কেট মালিকগন দোকানদারদের সহযোগিতায় এগিয়ে আসলে ব্যবসায়ীরা উপকৃত হবে।

এদিকে হাজী মাহতাব মিয়া ব্যবসায়ীদের এক মাসের ভাড়া মওকুফ করায় ব্যবসায়ীরা খুবই আনন্দিত। অন্যদিকে মাহতাব ম্যানশনের মালিকের এ উদারতায় শুধু ভাড়াটিয়া নয়, জুড়ীর সকল ব্যবসায়ীরা মুগ্ধ হয়ে অন্যান্য মার্কেট মালিকদের এরকম মহানুভবতার পরিচয় দেয়ার আহবান জানান।

 

আপনার মন্তব্য

আলোচিত