সিলেটটুডে ডেস্ক

০২ এপ্রিল, ২০২০ ১৪:২৯

অসচ্ছল সংস্কৃতিকর্মী ও শিল্পীদের পাশে শিল্পকলা একাডেমি

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কটে সিলেট জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে অসচ্ছল সংস্কৃতিকর্মী ও শিল্পী এবং দুস্থ-অসহায় মানুষকে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ এবং টিবি গেট সংলগ্ন এলাকায় জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত ৪৫ জন অসচ্ছল সংস্কৃতিকর্মী ও শিল্পী এবং দুঃস্থ-অসহায় মানুষের মধ্যে খাদ্য ও সুরক্ষা সামগ্রী এবং ৫০ জন শ্রমজীবী দুঃস্থ অসহায় মানুষের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমে সহযোগিতায় ছিলেন শিল্পকলা একাডেমি কর্মচারী নুরে আলম, মনতাজুর রহমান চৌধুরী, বিধু ভূষণ রায় এবং প্রশিক্ষণার্থী মাসুদ পারভেজ ও বিজয় নন্দী।

আপনার মন্তব্য

আলোচিত