নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২০ ১৭:১৮

করোনায় চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাচিপ সিলেটের সমন্বয় কমিটি

নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের এই সময়ে দেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানকল্পে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সিলেট জেলা শাখার সমন্বয় কমিটি গঠিত হয়েছে।

রোববার স্বাচিপের সিলেট বিভাগীয় সমন্বয়ক অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ ও অধ্যাপক এমএ আজিজ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে ডা. মুজিবুল হককে আহবায়ক এবং ডা. মো. হারুনুর রশীদকে সদস্য সচিব করা হয়।

এরআগে, গত ২৭ মার্চ স্বাচিপ সভাপতি অধ্যাপক ডাক্তার এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ ও অধ্যাপক এমএ আজিজ চৌধুরীকে সিলেট বিভাগের দায়িত্ব দেওয়া হয়।

সিলেট জেলা কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ডা. এসএম হাবীবুল্লাহ সেলিম, ডা. শংকর কুমার রায়, ডা. আশীক আনোয়ার বাহার, ডা. এ এম জাহাঙ্গীর আলম, অধ্যাপক ডা. আশিকুর রহমান, ডা. উজ্জল কান্তি দত্ত, ডা. স্বাধীন কুমার দাস, ডা. অসীম রঞ্জন রায়, ডা. তৌহিদুল ইসলাম ইমদান, ডা. হিমাংশু শেখর দাস, ডা. সৈয়দ অহিদুল ইসলাম রাতুল, ডা. অলিউর রহমান চৌধুরী লিঙ্কন, ডা. মো. ফজলে রাব্বী, ডা. একেএম সাবের আহমদ, ডা. জহিরুল হাসান খান, ডা. শাহীন আহমদ, ডা. আবুল ফয়েজ আলী আহমদ, ডা. আদনান চৌধুরী, ডা. সাদিক মিয়া, ডা. রনজিৎ দেবনাথ, ডা. নির্মল কান্তি দে (গোয়ালাবাজার), ডা. ইমামুল হক (বিশ্বনাথ), ডা. মাসুম আহমেদ (বিয়ানীবাজার), ডা. নাহিয়ান আহমেদ চৌধুরী, ডা. আরিফুর রহমান।

এছাড়াও আছেন- ডা. আজাদুর রহমান, ডা. রাজিব দত্ত, ডা. বিশ্বজিৎ চন্দ্র দেবনাথ, ডা. মাহের মাহবুব, ডা. অরূপ রাউত, ডা. শেখ কবির আহমদ, ডা. আরিফুল হক চৌধুরী, ডা. মোবাশ্বেরুল ইসলাম সোহাগ, ডা. ইমতিয়াজ আহমদ, ডা. মো. হাসনাত আনোয়ার, ডা. সৈয়দ মাহবুবুল হাসান, ডা. এএসএম আনোয়ারুল কবির, ডা. প্রীতম চন্দ্র দে, ডা. এহসানুল ইসলাম, ডা. এমদাদুর রহমান, ডা. ইশফাক জামান সজীব, ডা. অরূপ রতন চৌধুরী, ডা. আব্দুল আউয়াল, ডা. সুজন চন্দ্র পাল, ডা. সুনির্মল বিশ্বাস, ডা. আরিফুর রহমান জিসান, ডা. এ এফ এম আব্দুল্লাহ পলাশ, ডা. বনি ইয়ামিন খান, ডা. মোদাব্বির হোসেন তুহিন, ডা. বিজয় বোস, ডা. শেখ হাসিবুর রহমান, ডা. হরশিত বিশ্বাস, ডা. মাহবুব হোসেন হৃদয়, ডা. রাসেল বিল্লাহ রূপম, ডা. তন্ময় বড়ুয়া অনিক, ডা. মো. মাহবুব হোসেন ও ডা. মাহমুদুল হাসান তুহিন।

কমিটির উপদেষ্টা হিসেবে আছেন- অধ্যাপক ডা. মোহাম্মদ আফজাল মিয়া, অধ্যাপক ডা. একেএম হাফিজ, অধ্যাপক ডা. এম এ ওয়াহেদ, অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী, ডা. মাহমুদুল মজিদ শাহীন, ডা. এজেডএম মাহবুব আহমেদ, অধ্যাপক ডা. জামিল আহমেদ, অধ্যাপক ডা. হারুনুর রশীদ, ডা. ফয়েজ আহমেদ, ডা. প্রমথেশ কুমার দাস, ডা. বাছিরুল ইসলাম টিপু, ডা. মোহাম্মদ হোসেন রবিন, অধ্যাপক ডা. মনিরুজ্জামান আহমেদ ও ডা. একিউএম আব্দুল হাই বেলাল।

আপনার মন্তব্য

আলোচিত