নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২০ ০০:০০

সামাজিক দুরত্ব বজায় না রাখায় সিলেটে ৭১ জনকে জরিমানা

করোনাভাইরাস সংক্রম প্রতিরোধে ঘরে অবস্থান ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলাকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। সামাজিক দুরত্ব বরাজয় রাখার স্বার্থে দেশে সাধারণ ছুটি ঘোষণা করে অঘোষিত লকডাউন চলছে। তবু অনেকেই মানছেন না সামাজিক দুরত্বের নির্দেশনা।

মাঠে সেনাবাহিনী নামিয়ে, জরিমানা করেও সামাজিক দুরত্বের বিষয়টি কার্যকর করা যাচ্ছে। সোমবার সিলেটে সামাজিক দুরত্ব না মানায় ৭১ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। তাদের সকলকেই বিভিন্ন অংকের অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সিলেটের জেলা প্রশাসকের ফেসবুক পেজ 'ডিসি সিলেট' থেকে সোমবার রাতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সতর্কতার সঙ্গে এবং কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়।


আপনার মন্তব্য

আলোচিত