শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০২০ ২১:৩৮

বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিলেন ইউনিয়ন আ. লীগের সভাপতি

সারাদেশে করোনা ভাইরাস মহামারী আকারে ধারণ করেছে। চলমান এই সংকটে অসহায় নিরীহ মানুষদের পাশে দাঁড়িয়েছেন শায়েস্তাগঞ্জের নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইছাক আলী সেবন।

গত ৭ দিনে ইউনিয়নের সবকয়টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রায় দেড়হাজার মানুষের হাতে তুলে দিয়েছেন চাল, ডাল, তেল, পেয়াজ ও সাবান। কেউ কেউ ফোন করলে নাম গোপন রেখে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী।

এরআগে তার ব্যক্তি উদ্যোগে নুরপুর ইউনিয়নে ছয়টি হাত ধোয়ার ভ্যাসিন স্থাপন করেন। কখনো কখনো হ্যান্ড মাইক ব্যবহার করে নিজেই নেমে যান মানুষকে সচেতন করার জন্য। তুলে দেন তাদের হাতে মাস্ক, সাবান, স্যানিটাইজার। নুরপুরের শাহজীবাজার সুতাংয়ে নিজেই জীবাণুনাশক স্প্রে করেন। এভাবেই তিনি মানুষকে সচেতন করার জন্য কাজ করছেন।

ইছাক আলী সেবন বলেন, নিজ নিজ অবস্থান থেকে আমার সাধ্য অনুযায়ী খেটে খাওয়া মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এই সংকট সরকারের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। এই জন্য সমাজের বিত্তবান মানুষদেরকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত