নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২০ ১৬:০৫

অপরিচিত আগন্তুককে বাড়িতে প্রবেশ করতে দেবেন না

সিলেট নগরবাসীকে পরিচয় নিশ্চিত না হয়ে বাড়িতে আসা আগন্তুককে প্রবেশে অনুমতি না দিতে অনুরোধ জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানান তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরীর বাসা-বাড়ি বা গৃহে করোনা শনাক্তের নামে অনেকে পিপিই পরিধান করে গৃহে প্রবেশের চেষ্টা করতে পারে এবং দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড সংঘটিত করতে পারে। আবার অনেকে জরুরি সেবার নামে বা ত্রাণ সামগ্রী দেওয়ার নামে গৃহে বা বাড়িতে প্রবেশ করতে পারে। কোনও কোনও ক্ষেত্রে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিতে পারে। এক্ষেত্রে সম্মানিত মহানগরবাসী-অবশ্যই পরিচয় নিশ্চিত হয়ে গৃহে বা বাড়িতে প্রবেশের অনুমতি দেবেন।

বিজ্ঞাপন

সিলেট মহানগর পুলিশ জানায়, আগন্তুক সম্পর্কে সন্দেহ হলে সংশ্লিষ্ট থানা অথবা সিলেট মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন অথবা জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ যোগাযোগ করবেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ নাম্বার সমূহ-
পুলিশ কমিশনার-০১৭১৩৩৭৪৫০৬, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর)- ০১৭১৩৩৭৪৫০৭, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ)- ০১৭৬৯৬৯১৩২৬, ডিসি (সদর ও প্রশাসন)- ০১৭১৩৩৭৪৫০৮, ডিসি (উত্তর)- ০১৭১৩৩৭৪৫০৯, ডিসি (দক্ষিণ)- ০১৭১৩৩৭৪৫১০, ডিসি (ট্রাফিক)- ০১৭১৩৩৭৪৫১১, ডিসি (ডিবি)- ০১৭৬৯৬৯১৩২৭, ওসি কোতোয়ালি থানা- ০১৭১৩৩৭৪৫১৭, ওসি জালালাবাদ থানা- ০১৭১৩৩৭৪৫২২, ওসি এয়ারপোর্ট থানা- ০১৭১৩৩৭৪৫২১, ওসি দক্ষিণ সুরমা থানা- ০১৭১৩৩৭৪৫১৮, ওসি শাহপরান (রহ.) থানা- ০১৭১৩৩৭৪৩১০, ওসি মোগলাবাজার থানা ০১৭১৩৩৭৪৫১৯, ডিউটি অফিসার কোতোয়ালি মডেল থানা- ০১৭৮৬৬৩৬৫৬৫, ডিউটি অফিসার জালালাবাদ থানা- ০১৭৮১১৯৫১৫১, ডিউটি অফিসার এয়ারপোর্ট থানা- ০১৭২৮৭৮৭৫৬৭, ডিউটি অফিসার দক্ষিণ সুরমা থানা- ০১৭৯১১১১৩৪, ডিউটি অফিসার শাহপরান (র.) থানা- ০১৭৯১১১১৩৪৭, ডিউটি অফিসার মোগলাবাজার থানা- ০১৭৯১১১১৩৪৯।

পুলিশ কন্ট্রোল রুম (২৪ ঘন্টা খোলা) ০১৭১৩-৩৭৪৩৭৫/০১৯৯৫-১০০১০০, ০৮২১-৭১৬৯৬৮। জাতীয় জরুরি সেবা-৯৯৯।

বিজ্ঞাপন

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার অনুরোধ জানিয়ে সিলেট মহানগর পুলিশ জানায়, সবাই সামাজিক দূরত্ব বজায় রাখি। করোনাভাইরাস সম্পর্কে সতর্ক হই। আতঙ্ক নয়, দরকার সতর্কতা ও সচেতনতা। আমরা আছি আপনার পাশে।

আপনার মন্তব্য

আলোচিত