দিরাই প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০২০ ১২:১৫

দিরাইয়ে লক্ষাধিক টাকা ভাড়া মওকুফ করলেন প্রবাসী

ভাড়া দিতে না পারায় কয়েকদিন আগে রাজধানীর পান্থপথে মধ্যরাতে একটি পরিবারকে ছোট বাচ্চাসহ বাসা থেকে বের করে দেন বাড়ি মালিক। এছাড়াও অনেক মালিকরাই ভাড়ার জন্য করোনার জন্য কর্মহীন ভাড়াটিয়াদের উপর চাপ সৃষ্টি করছেন। এ পরিস্থিতিতে দৃষ্টান্ত স্থাপন করলেন যুক্তরাজ্য প্রবাসী দিরাই ভাটিরগাঁও গ্রামের বাসিন্দা বাদশা মিয়া। তার মালিকানাধীন দিরাই বাজারস্থ দুই ও দিরাই বাসস্ট্যান্ডের ১টি দোকান ঘর ও হারানপুরস্থ বাসার ভাড়াটিয়াদের প্রায় লক্ষাধিক টাকা ভাড়া মওকুফ করে দিয়েছেন।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের কারণে সব ভাড়াটিয়ার ভাড়া মওকুফ করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

তিনি বলেন, বৈশ্বিক মহামারীর সংকটময় মুহূর্তে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। আমার বিশ্বাস এলাকার অন্য দোকান ও বাসার মালিক এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াবেন। তিনি দোকান ও বাসার মালিকদের ভাড়া মওকুফের আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত