নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২০ ১২:৫২

সিলেটে খোলা বাজারে ইফতার বিক্রি না করার নির্দেশ

সিলেটে করোনাভাইরাস বিস্তাররোধে পবিত্র মাহে রমজান মাসে তারাবিহ নামাজ ঘরে আদায় করার নির্দেশনা প্রচার করা হচ্ছে। পাশাপাশি পবিত্র মাহে রমজান মাসে তৈরিকৃত ইফতার সামগ্রী খোলাবাজারে বিক্রয় না করার বিষয়ে জেলা প্রশাসন থেকে জারিকৃত নির্দেশনা নগরীতে প্রচার করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় করোনাভাইরাস বিস্তাররোধে ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় কর্তৃক প্রেরণকৃত ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জারিকৃত নির্দেশনা সিলেট সিটি করপোরেশন ও পার্শ্ববর্তী এলাকাসমূহে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।

বিজ্ঞাপন

এছাড়াও করোনাভাইরাস সংক্রমণ রোধে করণীয় বার্তা প্রচার অব্যাহত রেখেছে সিলেট জেলা তথ্য অফিস।

প্রচার কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি।

আপনার মন্তব্য

আলোচিত