
১৪ নভেম্বর, ২০১৬ ১১:৫২
প্রায় ৯ মাস বন্ধ থাকার পর ১৬ নভেম্বর (বুধবার) থেকে বান্দরবনে ঐতিহাসিক স্বর্ণমন্দির ফের পর্যটকদের জন্য খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
স্বর্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা পান্নইয়া জোতা মাহাথেরো এই খবর নিশ্চিত করেছেন।
নতুনভাবে খুলে দেয়ার পর সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত পর্যটকরা স্বর্ণ মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে দুপুরে প্রার্থনার জন্য ২ ঘন্টা বন্ধ রাখা হবে।
গত ২০ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা বৌদ্ধ মন্দিরের পবিত্রতা নষ্ট, অসদাচারণ, ভান্তেদের হয়রানি করার কারণ দেখিয়ে স্বর্ণ মন্দিরে পর্যটক প্রবেশ নিষেধ করেছিল মন্দির কর্তৃপক্ষ।
আপনার মন্তব্য