১৪ জুন, ২০২০ ১৫:২৭
বেনাপোল সীমান্ত থেকে ৬ কেজি গাঁজাসহ শরিফুল ইসলাম (২১) নামে এক মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রোববার (১৪ জুন) বেলা ১২টায় বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।।
বিজ্ঞাপন
আটক শরিফুল বেনাপোল সাদিপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই একজন মাদক পাচারকারী ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজা এনে সাদিপুর আস্তানা মোড়ে অবস্থান করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
আপনার মন্তব্য