সিলেটটুডে ডেস্ক

১৩ জুলাই, ২০২০ ২২:০১

চট্টগ্রামে বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সেবা দিচ্ছে রেড ক্রিসেন্ট

করোনাভাইরাস মহামারীর এই দুঃসময়ে হৃদরোগে আক্রান্ত রোগীর হৃদ সঞ্চালনে পুন সক্রিয় করতে কোভিড ও নন কোভিড রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে দক্ষ যুব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার কাঁধে নিয়ে রোগীর কাছে পৌঁছে দিয়ে আসছে। দিন রাতের যেকোনো সময় অক্সিজেন সেবার জন্য ০১৮৪৫৮০৮৩০৩, ০১৫১৬৭০৭৩৮৪ নাম্বারে ফোন করলে কোভিড, নন কোভিড রোগীদের নিকট স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে সেবা প্রদান করছে।

বিজ্ঞাপন

অক্সিজেন সেবা কার্যক্রম পরিচালনা করার জন্য দক্ষ ও প্রশিক্ষিত একটি জরুরী সেবা প্রদান টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। উক্ত কার্যক্রমে রোগীর প্রয়োজন সাপেক্ষে অক্সিজেন সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে রিফিল করে দেয়া হচ্ছে।

ইতিমধ্যে নগরীর চন্দনপুরা, চকবাজার, চান্দগাঁও, হালিশহর, ব্যাটারি গলি, আবাসিক এলাকায় সেবার জন্য আবেদনকৃতদের চিকিৎসকের ব্যবস্থাপনা পত্র দেখানোর মাধ্যমে সিলিন্ডার নিয়ে ছুটে গিয়েছে অক্সিজেন সার্পোট টিম।

আপনার মন্তব্য

আলোচিত