সিলেটটুডে ডেস্ক

২৭ আগস্ট, ২০২০ ১৬:৪২

চট্টগ্রাম বন্দরে মজুত বিস্ফোরক দ্রব্য সরানোর সুপারিশ

চট্টগ্রাম বন্দরে মজুত করা বিপজ্জনক বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ দ্রব্যাদি দ্রুত সরিয়ে ফেলার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের  সভাপতিত্বে বৈঠকে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কমিটির সদস্য রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং মো. আছলাম হোসেন সওদাগর অংশগ্রহণ করেন।

জানা গেছে, বৈঠকে সম্প্রতি বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের জের ধরে চট্টগ্রাম বন্দরে কী পরিমাণ বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ দ্রব্যাদি মজুত রয়েছে, তা নিয়ে আলোচনা হয়। এসময় বন্দরের চেয়ারম্যান মজুত থাকা বিস্ফোরক দ্রব্যের তথ্যাদি তুলে ধরেন। এ প্রসঙ্গে বিস্ফোরক আইনের দুর্বলতার বিষয়টি নিয়েও আলোচনা হয়। পরে মজুত থাকা বিস্ফোরক দ্রুত  সড়িয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণের এবং বিস্ফোরক দ্রব্য মজুত আইনটি যুগোপযোগী করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি) আরও আধুনিকীকরণ এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে কাজের গতি বাড়িয়ে চলমান প্রকল্পগুলো দ্রুত সমাপ্ত করার জন্য কমিটি সুপারিশ করে।

আপনার মন্তব্য

আলোচিত