বেনাপোল প্রতিনিধি

০১ সেপ্টেম্বর, ২০২০ ১৪:০৮

শার্শা সীমান্তে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার

যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শার্শা বাগআঁচড়া তদন্তকেন্দ্রের পুলিশ হাড়িখালী নামক এলাকা থেকে এ ফেনসিডিলের চালানটি উদ্ধার করে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে হাড়িখালী বিলের মধ্যে অবস্থান করছে।

এমন খবরে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এ সময় মাদক পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। সেখান থেকে পাচারকারীদের ফেলে যাওয়া একটি মোবাইলও উদ্ধার করে পুলিশ। 

বাগআঁচড়া তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার জানান, পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারের চেষ্টা ও মামলার প্রস্তুতি চলছে।

এলাকাবাসীর অভিযোগ, সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীরা দেদারসে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে দুই-একজন ধরা পড়লেও অধিকাংশ মাদক ব্যবসায়ী থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে।

আপনার মন্তব্য

আলোচিত