
২৪ অক্টোবর, ২০২০ ১৫:৪৩
পটুয়াখালীর গলাচিপায় স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ বণিক ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্তের কাছে মাস্ক হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।
শনিবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের নিকট পূজামণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের উদ্দেশ্যে ২৮টি পূজা মণ্ডপের জন্য ২৮ হাজার মাস্ক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসাইন, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, পৌর কাউন্সিলর বাবু সুশীল বিশ্বাস, সাংবাদিক সঞ্জিব দাস প্রমুখ।
আপনার মন্তব্য