পঞ্চগড় সংবাদদাতা

১৩ নভেম্বর, ২০২০ ২০:২১

মুজিবশতবর্ষে পঞ্চগড়ে শিশুদের বড় আয়োজন

মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার আয়োজিত মুজিবশতবর্ষ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব ১৩ নভেম্বর অমরখানা উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়েছে। ওই দিন আরও পাঁচজন প্রবীণ খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছে পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার নামক সংগঠনটি।

নাট্যকার ও কলামিস্ট ‘রহিম আব্দুর রহিম’-এর পরিকল্পনা ও গ্রন্থনায় সংবর্ধনায় সংবর্ধিত প্রবীণ খেলোয়াড়রা হলেন লোকজ গ্রামীণ ‘পাখি’ খেলোয়াড়, অমরখানা ইউনিয়নের জামুরীবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আইবুল হক (৬৬), একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রবীণ ফুটবলার মো. খয়ের উদ্দীন (৬২), ঠুটাপাখুরি গ্রামের প্রবীণ ফুটবলার, অবসরপ্রাপ্ত ব্যাংকার সফিউল ইসলাম (৬৪), মাধ্যমিক স্কুল শিক্ষক প্রবীণ ফুটবলার জগদল গ্রামের এ এইচ এম একরামুল হক (৫৬), প্রাইমারি স্কুল শিক্ষক প্রবীণ ফুটবলার মো. কছিম উদ্দীন কুসুম (৫৩) প্রমুখ।

সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপদের মাঝে পুরষ্কার তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম।

অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধিতদের ‘সম্মাননাপত্র’, মুজিবশতবর্ষের লোগো খচিত ‘উত্তরীয়’ এবং মেডেল পরিয়ে সম্মান দেখান সংগঠনের শিশু নাট্যকর্মী নাছিবুর রহমান নাবিল, ক্ষুদে খেলোয়াড় আবু তারেক, মাসুদ রানা, অনিক হোসেন ও উদয়।

সংবর্ধনা ও চূড়ান্ত পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমরখানা উচ্চ বিদ্যালয়ে সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, অমরখানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, পঞ্চগড় জেলা পরিষদ সদস্য মাহবুব আলম প্রমুখ।

খেলায় অমরখানা ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রেঞ্জার্স স্পোর্টিং ক্লাব, পঞ্চগড়। ম্যান অব দ্য টুর্নামেন্টের হয়েছেন রেঞ্জার্স স্পোর্টিং ক্লাবের ইমান আলী এবং ম্যান অব দ্য ম্যাচ হন একই দলের আবু তালেব।

উল্লেখ, পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার আয়োজিত মুজিবশতবর্ষ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের চূড়ান্ত পর্ব গত ৩১ অক্টোবর পঞ্চগড় জেলার সদর উপজেলার গলেহাহাট ফাজিল মাদরাসা মাঠে শেষ হয়। ওই দিন আরও দুইজনকে প্রবীণ খেলোয়াড়কে সংগঠনটি সংবর্ধনা দিয়েছে। আগামী ১৯ নভেম্বর জগদল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে শিশুদের জন্য আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। পরের দিন ২০ নভেম্বর দিনব্যাপী ওই মাঠে চলবে শিশুতোষ গ্রামীণ লোকজ ক্রীড়া বিনোদন। বিকেলে অনুষ্ঠিত হবে তরুণ স্পোর্টিং ক্লাব আয়োজিত মুজিবশতবর্ষ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব শেষে সাংস্কৃতিক সন্ধ্যা, ‘এসো গাই নবান্নের জয়গান’।

আপনার মন্তব্য

আলোচিত