যশোর প্রতিনিধি

২৯ নভেম্বর, ২০২০ ১৮:২৫

শার্শায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও ভবন উদ্বোধন

যশোরের শার্শায় ‘নো ম্যাক্স, নো সেবা’ সহ করোনা প্রতিরোধে সুরক্ষাসামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে এবং উদ্বোধন করা হয়েছে উপজেলা উপ সহকারী প্রকৌশলী নব-নির্মিত ভবনের।

রোববার (২৯ নভেম্বর) দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব কর্মসূচি পালন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। তিনি নব-নির্মিত ভবনের উদ্বোধন, সার্কালে নাভারন হাসপাতালে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রায় ১০লাখ টাকা মূল্যের ইসিজি মেশিন, এক্সেরে, নেবুলাইজার, সাবান, হ্যান্ড সেনিটাইজার ও মাস্কসহ বিভিন্ন প্রকার স্বাস্থ্য উপকরণ চিকিৎসকদের হাতে তুলে দেন।
পরে শার্শায় ৪২লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মণ্ডল, ডা. ইউছুপ আলী, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা গোলাম শরীফ, ওসি বদরুল আলম।

আপনার মন্তব্য

আলোচিত