সিলেটটুডে ডেস্ক

১০ মার্চ, ২০২১ ০০:৪৮

বসুরহাটে আওয়ামী লীগের দ্বন্দ্বে প্রাণ গেল আরও একজনের

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে আরও একজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৯ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন (৩২) নামের একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহত আলাউদ্দিন উপজেলার চর ফকিরা ইউনিয়নের চর কালি গ্রামের মমিনুল হকের ছেলে।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্থগিত কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের (বাদল) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এই দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুর তিন সপ্তাহ পার না হতেই আবারও আজ আরেকজন নিহত হলেন।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোটভাই।

মঙ্গলবারের সংঘর্ষে গুরুতর আহত ছাত্রলীগ নেতা জাকির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

জানা যায়, কাদের মির্জা ও মিজানুর রহমানের অনুসারীদের মধ্যে সোমবার বিকেলেও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রাতে আবার দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রথম সংঘর্ষের ঘটনাটি ঘটে বসুরহাট পৌরসভার রূপালী চত্বর এলাকায়। এরপর এই সংঘর্ষের জেরে রাতে আবার সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ।

আপনার মন্তব্য

আলোচিত