
২২ মে, ২০২১ ২২:২৭
গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ মে) উপজেলার আমখোলা ইউনিয়নের কালাই কিশোর গ্রামে সকাল ৯টার দিকে ওয়াজেদ চৌকিদারের ছেলে ইব্রাহিম নিজের ঘরের বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এআর শওকত আনোয়ার ইসলাম বলেন, ইব্রাহিম একটি বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
আপনার মন্তব্য