সিলেটটুডে ডেস্ক

২৮ জুলাই, ২০২৩ ১৬:১৫

চট্টগ্রামে জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১৫

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আগ্রাবাদ মোড়ে জামায়াতে ইসলামীর মিছিল থেকে পুলিশের ওপর হামলা অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের সহকারী কমিশনার আহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে জুমার নামাজ শেষে ঝটিকা মিছিল বের করে জামায়াত নেতাকর্মীরা।

পুলিশের অভিযোগ, ওই মিছিল থেকে হামলার ঘটনা ঘটে।

মহানগর পুলিশের পশ্চিম শাখার উপ-কমিশনার জসিম উদ্দিন বলেন, ‘নামাজ শেষে আগ্রাবাদ মোড় থেকে মিছিল শুরু করে জামায়াতের নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে মসজিদ থেকে মসল্লিরাও বের হচ্ছিল। সাধারণ মসল্লি আর জামায়াত নেতাকর্মীদের আলাদা করা যাচ্ছিল না। এতে প্রায় ৪০০ থেকে ৫০০ নেতাকর্মী অংশ নিয়েছিল। একপর্যায়ে চৌমুহনী মোড়ের কাছে এসে তারা পুলিশের গাড়িতে হামলা চালায়। এতে ডবলমুরিং সার্কেলের সহকারী কমিশনার মুকুর চাকমা আহত হয়েছেন। এ ছাড়া তারা কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। আমরা ১০ থেকে ১৫ জনকে আটক করেছি।’

জসিম উদ্দিন বলেন, ‘এই ঘটনার পর চৌমুহনী মোড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার নগরীর আন্দরকিল্লা মোড়ে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াত। তবে পুলিশ মিছিলের অনুমতি না দেওয়ায় শেষ পর্যন্ত সেই কর্মসূচি বাতিল করে দলটি। ওই এলাকায় পুলিশের কড়া অবস্থান থাকায় সেখানে কোনো মিছিল বা সমাবেশ করেনি জামায়াত।

আপনার মন্তব্য

আলোচিত