সিলেটটুডে ডেস্ক

০৬ আগস্ট, ২০২৩ ০১:৫৭

আজ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন পান্না কায়সার

পান্না কায়সার। ছবি: সংগৃহীত

লেখক-গবেষক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক সংগঠক, সাবেক সংসদ সদস্য শহীদজায়া অধ্যাপক পান্না কায়সারের মরদেহ আজ রোববার (৬ আগস্ট) মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

শনিবার (৫ আগস্ট) বিকেলে পান্না কায়সারের মেয়ে শমী কায়সার তথ্যটি নিশ্চিত করেছেন।

শমী কায়সার জানান, সর্বসাধারণের শ্রদ্ধার জন্য মায়ের মরদেহ রোববার বেলা ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হবে। সেখান থেকে ১২টার দিকে বাংলা একামেডিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।

শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পান্না কায়সার ২৫ মে ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। তার আরেক নাম সাইফুন্নাহার চৌধুরী। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। ১৯৬৯ সালে তার বিয়ে হয় শহীদুল্লা কায়সারের সঙ্গে। তার হাত ধরেই আধুনিক সাহিত্য ও রাজনীতিতে হাতেখড়ি হয় পান্না কায়সারের।

আপনার মন্তব্য

আলোচিত