সিলেটটুডে ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:২৩

বীর মুক্তিযোদ্ধাকে মারধর করে যুবদল নেতা বললেন ভুল করিনি, তবু ক্ষমা চাই

বরগুনার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুর রশিদ মিয়াকে প্রকাশ্যে হেনস্তার ঘটনায় ফেসবুক লাইভে এসে বয়স বিবেচনায় ক্ষমা চেয়েছেন অভিযুক্ত যুবদল নেতা শাওন মোল্লা। তবে কাজটি করে তিনি ভুল করেননি বলে উল্লেখ করেছেন।

গত রোববার বেলা ১১টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শাওন মোল্লা প্রকাশ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুর রশিদকে হেনস্তা করেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে রাত ১০টার দিকে শাওন ফেসবুক লাইভে এসে এ ঘটনায় তার আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেন।

ফেসবুক লাইভে শাওন মোল্লা বলেন, ‘আমি কোনো বয়স্ক লোকের সঙ্গে বেয়াদবি করিনি। আবদুর রশিদ আমার দলের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, আরাফাত রহমান সম্পর্কে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তাই শহিদ জিয়ার একজন সৈনিক হিসেবে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তাই বয়স বিবেচনায় একজনের গায়ে হাত তোলা যদি অন্যায় হয়, তবে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই।’

এ বিষয়ে শাওন মোল্লা বলেন, ‘আবদুর রশিদ মিয়া ‘আওয়ামী লীগের দালাল’ হিসেবে পরিচিত। আমাদের দলের নেতাকে নিয়ে বাজে মন্তব্য করার বিষয়ে তার কাছে জানতে চাইলে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়।’

অন্যদিকে আবদুর রশিদ বলেন, ‘বিএনপির নেতা ফারুক মোল্লার ছেলে শাওন মোল্লা আমাকে নানা ভাষায় গালাগালি ও হেনস্তা করেছে। এ ঘটনায় আমি আইনি পদক্ষেপ নেব।’

আপনার মন্তব্য

আলোচিত