সিলেটটুডে ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৪ ১২:৫৪

শেখ রাসেলের জন্মদিনে দুস্থদের মাঝে আ. লীগের খাবার বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬১তম জন্মদিনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক নেতারা।

শুক্রবার সকালে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে এ আয়োজন করেন তারা। খবার বিতরণ শেষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক নেতারা দোয়া ও মোনাজাত করেন।

শুক্রবার সকালে নেতাকর্মীদের কয়েকজন বঙ্গবন্ধু ভবনের সামনে যান। ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবু আব্বাস ভূইয়া, সাবেক গণ শিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া, সাবেক সহসম্পাদক এনামুল হক প্রিন্স, সাবেক সহসভাপতি মো. আরিফুজ্জামান রোহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নিজামুদ্দিন, ছাত্রলীগের সাবেক নেত্রী আমেনা কোহিনুর, ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পারভিন মিশু, কাজী কৌশিক, আশরাফুল ইসলাম সোহাগসহ ২০-২৫ জন নেতাকর্মী খাবার বিতরণ করেন।

এর আগে ভোরে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেন আওয়ামী লীগের বিভিন্ন উপ কমিটির সদস্যরা।

উপ কমিটির সদস্য মো. সঞ্জীব ইসলাম আফেন্দী, মো. জহিরুল ইসলাম জহির, গৌতম দাস, মো. মুকিব মিয়া, খলিলুর রহমান আনোয়ারসহ নেতাকর্মীরা দোয়া ও মোনাজাত করেন।

আপনার মন্তব্য

আলোচিত