০৮ মে, ২০১৬ ২৩:২৩
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল ও জেলার মতামত উপেক্ষা করে কেন্দ্র থেকে দেশের স্বাধীনতা বিরোধী শান্তি কমিটির সদস্য রিয়াজ উদ্দিন মেম্বারের নাতী ও ওয়ার্ড বিএনপি’র সভাপতির ছেলেকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার দীঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়ন বঞ্চিত ইকবাল হোসেন খান।
রোববার (৮ মে) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে নৌকা রক্ষার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ সংবাদ সম্মেলন করেন ইকবাল হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের বরাত দিয়ে চ্যানেল আই অনলাইন জানিয়েছে ইকবাল হোসেন খান বলেছেন, ‘আমাকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ইউপি চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত করেন। গত ১৭ এপ্রিল জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের উপজেলা ও জেলা মনোনয়ন বোর্ড সাক্ষাতকার নিয়ে চূড়ান্তভাবে দলীয় প্রার্থী নির্বাচন করেন। দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত হবার পর থেকে আমি নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে থাকি।
আরও পড়ুন : জেএমবি’র তালিকাভুক্ত জঙ্গি আ. লীগের মনোনয়নে চেয়ারম্যান প্রার্থী
কিন্তু গত ৭ মে তৃণমূল উপজেলা ও জেলা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে অত্র ইউনিয়নে একজন স্বাধীনতা বিরোধীর নাতী ও বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত রেজাউল করিম মটুকে মনোনয়ন দেয়া হয়।
তিনি আরো বলেন, তাকে মনোনয়ন দেয়ায় দীঘলকান্দি ইউনিয়নের ২০২ জন মুক্তিযোদ্ধার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন : পুলিশ কর্মকর্তার কন্ঠশিল্পী স্ত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু
ইকবাল বলেন, মটুর দাদা বিখ্যাত রাজাকার, পিচ কমিটির সদস্য প্রয়াত রিয়াজ উদ্দিন মেম্বার দ্বারা অনেক মুক্তিযোদ্ধারাই নির্যাতনের শিকার হয়েছিলেন। তার বাবা বর্তমানে দীঘলকান্দি ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড শাখার সভাপতি। স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে নৌকা রক্ষার জন্য প্রধানমন্ত্রীর আকর্ষণ করছি।
সূত্র : চ্যানেল আই অনলাইন।
আপনার মন্তব্য