সিলেটটুডে ডেস্ক

১৬ জুন, ২০১৬ ১৪:০৪

বিসর্জন চলাকালে প্রতিমা ভাঙচুর, পুরোহিতের বাড়িতে হামলার চেষ্টা

ঝিনাইদহের শৈলকুপায় বিসর্জন চলাকালে গঙ্গা পূজার দুটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় দুই নারী আহত হয়েছেন।

গতকাল বুধবার রাতে শৈলকুপা উপজেলার ঝাউদিয়া মাঝিপাড়ায় এ ঘটনা ঘটে। এ ছাড়া এক পুরোহিতের বাড়িতে সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে।

শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার ছিল হিন্দু সম্প্রদায়ের গঙ্গা পূজা। মাঝিপাড়ার জেলেরা দুটি প্রতিমা পূজা করে। পূজা শেষে সন্ধ্যায় তারা মাঝিপাড়া ঘাটে প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যান। বিসর্জনের আনুষ্ঠানিকতা চলার সময় ঝাউদিয়া গ্রামের মোতা শেখের ছেলে বিপ্লব ও আমজাদ শেখের ছেলে সুমন সেখানে উপস্থিত হয়। তারা অনুষ্ঠানের মাইক বন্ধ করার নির্দেশ দেয়। এ সময় হিন্দু সম্প্রায়ের প্রতিবাদ করলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিপ্লব ও সুমন দুটি প্রতিমা ভাঙচুর করে। এ সময় দুইজন নারী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এদিকে শৈলকুপার নগরপাড়ার পুরোহিত বিকাশ অধিকারী বলেন, "আমরা তিন ভাই পুরোহিতের কাজ করি। সোমবার রাতে দুর্বৃত্তরা আমাদের বাড়িতে হানা দেয়। তারা বাড়ির গেইট খুলতে বললে আমরা গেইট না খুলিনি। ফলে তারা গেইট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় আমাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে দুর্বৃত্তরা নদীর ধার দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা দানের আশ্বাস দেয়।"   

আপনার মন্তব্য

আলোচিত