২০ জুন, ২০১৬ ১৭:২৭
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর চাড়ালডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার রাত ২টার দিকে চাড়ালডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের অনুরাধাপুর ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৪৩ বিজিবি। কিন্তু নিহতদের নাম-পরিচয় ও মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে পারেননি।
তবে স্থানীয় রাধানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আয়নাল হক নিহতদের নাম পরিচয় নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের হেকমত আলীর ছেলে সাজাহান আলী ভুট্টু ও একই ইউনিয়নের চাড়ালডাঙ্গা গ্রামের মৃত দাউদ আলীর ছেলে জোবদুল হক।
৪৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বলেন, ‘মৃত্যুর বিষয়টি আমরা স্থানীয় ও কোম্পানি কমান্ডার পর্যায়ে শুনেছি। তবে লাশ দুটি ভারতীয় ভূ-খণ্ডে থাকায় তারা বাংলাদেশি কিনা তা শনাক্ত করা যায়নি। এ বিষয়ে বিকেল সাড়ে ৩টায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতকা বৈঠক, ঘটনাস্থল পরিদর্শন ও যৌথ তদন্তের মাধ্যমে লাশ শনাক্তকরণ শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
আপনার মন্তব্য