Advertise

সিলেটটুডে ডেস্ক

১৫ জুলাই, ২০১৬ ০৩:১৭

নোয়াখালিতে মসজিদের ইমামের গলাকাটা লাশ উদ্ধার

নোয়াখালীতে মসজিদের এক ইমামের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার কৃঞ্চরামপুরে এ লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার ইলিয়াস শরীফ।

নিহত জহির উদ্দিন কৃঞ্চরামপুর জামে মসজিদের ইমাম। পরিবার নিয়ে তিনি কৃঞ্চরামপুরে থাকেন।

এসপি ইলিয়াস বলেন, “এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে রাতে ইমাম সাহেবের বাড়ি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে।”

এ ইমাম খুনের কারণের বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেনি পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত