সিলেটটুডে ডেস্ক

১৮ জুলাই, ২০১৬ ২১:৫৩

ময়মনসিংহের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী

ময়মনসিংহ ১ ও ৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
 
এর মধ্যে  ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জুয়েল আরেং এবং গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৩ আসনে নাজিম উদ্দিন আহমেদ বিজয়ী হন।
 
সোমবার (১৮ জুলাই) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে তা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে। উপ-নির্বাচনে বিএনপি অংশ নেয় নি।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুয়েল আরেং ১ লাখ ৭০ হাজার ২৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম মোছা. সেলিমা খাতুন (স্বতন্ত্র) ১৪ হাজার ৩৩৮ ভোট পেয়েছেন। জাতীয় পার্টির সোহরাব উদ্দিন খান লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫৮৬ ভোট।

গত ১১ মে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ভারতের মুম্বাইয়ে চিকিৎসারত অবস্থায় মারা যাওয়ায় এ আসনটি শূন্য হয় । এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৬৯৪ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১ লাখ ৮৫ হাজার ৮৯৬ জন।

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার জানান, ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের নাজিম উদ্দিন আহমেদ নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১৯ হাজার ৪৩৮ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাপার শামসুজ্জামান লাঙল প্রতীক নিয়ে ৪ হাজার ৩৭২ ভোট পেয়েছেন।

লাঙল ও নৌকা প্রতীক ছাড়া অন্যদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক তার মোটরগাড়ি প্রতীকে এক হাজার ২৩ ভোট, ইসলামী ঐক্যজোট প্রার্থী মিনার প্রতীকে পেয়েছেন ৬শ ৮৮ ভোট, ন্যাপ প্রার্থী আব্দুল মতিন কুড়েঘর প্রতীকে পেয়েছেন ৬শ ৭৯ ভোট।

গত ২ মে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপির মৃত্যুর পর গৌরীপুর আসনটি শূন্য হয়।

আপনার মন্তব্য

আলোচিত