সিলেটটুডে ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৫৫

যুদ্ধাপরাধীর পক্ষে ফেসবুকে পোস্ট, চট্টগ্রামে রেল কর্মকর্তা আটক

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের সাজা কার্যকরের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ায় রেলওয়ে পূর্বাঞ্চলের  কর্মকর্তাকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

আটককৃতের নাম  শাহাদাত হোসেন খন্দকার। তিনি রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী লোকো মাস্টার (সহকারী চালক) হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সুধারামপুর উপজেলায়।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর ও দক্ষিণ) মো. কামরুজ্জামান জানান, মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে ফেইসবুকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক প্ররোচণামূলক পোস্ট ও স্ট্যাটাস দেয় রেলওয়ের এ কর্মকর্তা।  ফেইসবুক পোস্টে মীর কাসেমের পক্ষে বিভিন্ন কথা লিখেন তিনি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে নগরীর খুলশী থানার সেগুনবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত