বেনাপোল প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৫০

বেনাপোলে উৎ‌কো‌চের বিনিময়ে ২ মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ

বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রাম থেকে ১০০ পিস ইয়াবাসহ আটক দুই নারী মাদক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানা হাজত থেকে লিপি বেগম (৪৫) ও আনোয়ারা বেগম (৫০) নামে ওই দুই নারী মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয় পুলিশ।

সূত্র জানা যায়, গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় ১০০ পিস ইয়াবাসহ বেনাপোল দুর্গাপুর গ্রামের সেকেন্দারের স্ত্রী আনোয়ারা বেগম ও ভবারবেড় গ্রামের ছাত্তারের স্ত্রী লিপি বেগমকে আটক করা হয়। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ব‌লে জানা যায়। তাদের আটক করেন বেনাপোল পোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মেজবাহ উদ্দিন।

আটকের দুইদিন ধ‌রে দেন-দরবারের পর দেড় লাখ টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেয় বেনা‌পোল পোর্ট থানা পু‌লিশ।

তবে এ ব্যাপারে সোমবার ডিউটি অফিসার এএসআই জহিরুল ইসলাম জানান,  লিপি বেগম ও আনোয়ারা বেগম  না‌মে কোনো নারীকে চালান করা হয়নি।

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে এএসআই মেজবাহ উদ্দিন মোবাইল সাংবাদিক পরিচয় পেয়ে মোবাইল ফোনের লাইন কেটে ফোন বন্ধ করে দেন। পরে তাকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

আপনার মন্তব্য

আলোচিত