প্রান্ত দেবনাথ রনি, রাঙামাটি থেকে

২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৫৮

অপহরণ মামলায় বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যানসহ ৪ জেএসএস নেতা জেলে

অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট অপহরণ করার ঘটনায় প্রধান আসামী রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা সভাপতি বড় ঋষি চাকমাসহ চার জেএসএস নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

গত ৪ জুলাই বাঘাইছড়ি থেকে অপহৃত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুকুল চাকমার মেয়ে নমিষ চাকমা বাদী হয়ে উপজেলা চেয়ারম্যানসহ জনসংহতি সমিতির নয় নেতাকর্মীর বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় একটি অপহরণ মামলা করেন।

এই মামলায় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রোকনউদ্দীন কবিরের আদালতে জামিন নিতে আসেন উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ চার জেএসএস নেতা। এরা হলেন প্রভাত কুমার চাকমা, ত্রিদিব চাকমা এবং অজয় চাকমা।

আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেন।

রাঙামাটি পুলিশের সহকারি পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল জানিয়েছেন, বাঘাইছড়ি থানার অপহরণ মামলা ছাড়াও দীঘিনালা থানায় আরো একটি হত্যা মামলার আসামী চেয়ারম্যান বড় ঋষি চাকমা।

আপনার মন্তব্য

আলোচিত