সিলেটটুডে ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৫৭

বিদেশি বোতলে দেশি মদ, বাবা-ছেলে গ্রেপ্তার

চট্রগ্রামে বিদেশি হানড্রেড পাইপার্স ও পাসপোর্টের বোতলে দেশি মদ ভরে বেশি দামে বিক্রি করার অভিযোগে আটক হয়েছেন বাবা মো. সোলায়মান (৬০) ও ছেলে মো. ইউনুছ মিয়া (২২)।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় নগরীর অক্সিজেন মোড় এলাকা থেকে বাবা-ছেলেকে মদ তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, হাটহাজারীর পশ্চিম ফরহাদাবাদ এলাকায় বাবা ও ছেলে বিদেশি বোতলে ভরে দেশি মদ বেশি দামে বিক্রি করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, নগরীর হাজারী লেনের একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে ২৫০ টাকা লিটার দরে ২০ লিটার স্পিরিট এবং রিয়াজউদ্দিন বাজার থেকে ৫০ টাকা দরে ১৫টি বিদেশি মদের বোতল কিনে এলাকায় যাচ্ছিলেন। পানি, রং, স্পিরিট মিশিয়ে তারা বিদেশি ব্রান্ডের বোতলে ভরে দেশি মদ বেশি দামে বিক্রি করে আসছিল।

গ্রেফতার বাবা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত