নিউজ ডেস্ক

০৫ নভেম্বর, ২০১৬ ১৪:১৭

নিম্নচাপের প্রভাবে হাতিয়ায় নিম্নাঞ্চল প্লাবিত, বন্ধ নৌ-চলাচল

বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়ার সঙ্গে জেলা সদরসহ অন্যান্য স্থানের নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসনাত মো. মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

ইউএনও হাসনাত জানান, ভাঙা বেড়ি বাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে চর কিং, চর ঈশ্বর, সুখচর ও নিঝুম দ্বীপসহ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

নদী উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলে অবস্থান করতে বলা হয়েছে। সকাল থেকে বাতাসের সঙ্গে বৃষ্টিপাতও হচ্ছে। সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এবং নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।”

আপনার মন্তব্য

আলোচিত