সিলেটটুডে ডেস্ক

১০ জানুয়ারি, ২০১৭ ২২:৪৩

পশুর নদীর ভাঙন থেকে গ্রামবাসী এবং সুন্দরবনের জীব-বৈচিত্র রক্ষার আহ্বান

মোংলার কানাইনগরে পশুর নদীর ভাঙন থেকে গ্রামবাসী এবং সুন্দরবনের জীব-বৈচিত্র রক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে পশুর রিভার ওয়াটারকিপার ও পরিবেশ আন্দোলন বাপা’র যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়াটারকিপার বাংলাদেশ এর সমন্বয়কারী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র যুগ্ম সম্পাদক শরীফ জামিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অনিল মন্ডল, নাজমুল হক প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা পশুর নদীর ভাঙন থেকে কানাইনগর গ্রামবাসীদের এবং সুন্দরবনের জীব-বৈচিত্র রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরী ভিত্তিতে উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত