বেনা‌পোল প্র‌তি‌নি‌ধি

০৪ ফেব্রুয়ারি , ২০১৭ ২০:৪৬

পেট্রাপোলে ধর্মঘট, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

ভার‌তের পেট্রা‌পোল বন্দ‌রে ১০টি রপ্তানীকারী প্র‌তিষ্ঠান‌কে সবার আগে রপ্তানী সু‌বিধা দেওয়ার প্র‌তিবা‌দে দু'‌দে‌শের ম‌ধ্যে আমদানী রপ্তানী বন্ধ র‌য়ে‌ছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে ভারতের সাথে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে বেনাপোল বন্দরের। যে কারণে সকাল থেকে কোন পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দরে ঢুকতে পারেনি।
ভারতের পেট্রাপোল বন্দর’র সিএন্ডএফ এজেন্টস ও স্টাফ ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের কারনে এ পরিস্থিতি সৃষ্টি হয়। আমদানি বন্ধ থাকায় ভারতের পেট্রাপোলে আটকা পড়েছে শত শত পণ্য বোঝাই ট্রাক।

বেনাপোল স্থলবন্দরের সুপারেনটেন্ড শরিফুল ইসলাম জানান, পেট্রাপোলের বড় ব্যবসায়ীদের রফতানি পণ্যের চালান আগে বেনাপোল বন্দরে ঢোকানোর নির্দেশ আসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে। এতে ছোট ব্যবসায়ীরা এ আদেশের প্রতিবাদ জানিয়ে আমদানি-রফতানি বন্ধ করে দেয়।

এছাড়া সকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে আসেনি বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত