বেনাপোল প্রতিনিধি

০৭ মার্চ, ২০১৭ ১৬:০৬

বেনাপোলে বাস তল্লাশি করে সোনার গহনা জব্দ

যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী চেকপোস্টে একটি বাস তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৭৩ ভরি ৮ আনা ওজনের সোনার গহনা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় কলকাতা-ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সোনার গহনাগুলো জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আমড়াখালী চেকপোস্টের কমান্ডার নায়েব সুবেদার আফজাল হোসেন জানান, কলকাতা ও বেনাপোল থেকে ছেড়ে আসা সব গাড়ি আমড়াখালী বিজিবি চেকপোস্টে তল্লাশি করা হয়। সোমবার সন্ধ্যায় কলকাতা-ঢাকা রুটের সৌহার্দ্য পরিবহনের একটি বাসে তল্লাশি করা হচ্ছিল। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৭৩ ভরি ৮ আনা সোনার গহনা উদ্ধার করা হয়। যার দাম প্রায় ২৫ লাখ ৫৫ হাজার টাকা। উদ্ধার করা

সোনার গহনা মঙ্গলবার বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়ে‌ছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত