সিলেটটুডে ডেস্ক

১৯ মার্চ, ২০১৭ ১০:২১

গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ নিহত ৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে চার শিশু ও একজন নারী রয়েছে।

শনিবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার বালুয়াহাট সংলগ্ন জুমার ঘর এলাকায় এ ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার রোববার (১৯ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- নীলফামারীর জলঢাকা থানার সবুজপাড়া গ্রামের আব্দুল ওহাব মণ্ডল (৫৫), গাইবান্ধা সদরের নারায়ণপুর গ্রামের ফিরোজ কবিরের স্ত্রী শাপলা বেগম (৩০) ও তাদের ছেলে আল-আমিন (৬)।

তিনি জানান, ঢাকা থেকে শাকিল পরিবহনের একটি ডে-কোচ নীলফামারী যাওয়ার সময় জুমারঘর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে অভারটেক করতে যায়। এ সময় ধাক্কা লেগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হান্নান জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ হাজার ও আহতদের প্রত্যেককে  ৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত