সিলেটটুডে ডেস্ক

২৭ জুন, ২০১৭ ১৪:৪৩

ময়মনসিংহ মেডিকেলের আইসিইউতে আগুন

ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র ওয়্যারহাউস অফিসার সাংবাদিকদের বলেন, ‘কীভাবে আগুন লেগেছে, তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত শেষে বলা যাবে।’

হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ও আইসিইউর ভারপ্রাপ্ত ইনচার্জ আ ন ম ফজলুল হক পাঠান সাংবাদিকদের বলেন, সকাল ১০টার দিকে হঠাৎ করেই হাসপাতালের আইসিইউতে আগুনের সূত্রপাত হয়। এ সময় রোগীরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই রোগীদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে ফজলুল হক বলেন, আগুনে আইসিইউতে লাইফ সাপোর্টের যন্ত্রপাতি, মনিটর, আলট্রাসনোগ্রামের যন্ত্রপাতি পুড়ে গেছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। এ ঘটনায় তদন্ত কমিটি হবে।

আপনার মন্তব্য

আলোচিত