সিলেটটুডে ডেস্ক

২৮ জুন, ২০১৭ ১১:২৩

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত কমপক্ষে ৩

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন।

বুধবার (২৮ জুন)  সকাল সাড়ে ৯টায় উপজেলার হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাফছড়ি এলাকার বারেক ফরাজীর ছেলে তরিকুল (২০), মো. ইউনুছ মিয়ার স্ত্রী রিপন আক্তার (২২) ও মেয়ে জান্নাতুল ফেরদাউস (৪)।

হাফছড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. আরমান হোসেন জানান, বুধবার সকালে এমএ মোর্শেদ (চট্টগ্রাম-জ ১১-০০০৭) নামের যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। কালাপানি এলাকায় পৌঁছালে এটি দুর্ঘটনায় পড়ে।

তিনি আরো জানান, নিহত রিপন আক্তার ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন তার স্বামী ইউনুছ মিয়া।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের বলেন, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত