প্রদীপ সাহা, সাপাহার, নওগাঁ

১৪ আগস্ট, ২০১৭ ১২:২৮

সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

নওগাঁর সাপাহারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী।

হিন্দু ধর্মাবলম্বীদের মতে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন,শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন। মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের ভাবধারা ও আদর্শ। মানবজাতিকে রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।

দিনটি উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১০ টায় সাপাহার বাজার কালি মন্দির প্রাঙ্গণ থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা পরিষদের সদস্য বাবু মন্মথ সাহা, সাধারণ সম্পাদক গোপাল মণ্ডল, ডা: অর্জুন সাহা, সুরেন্দ্র নাথ সাহা, পরিমল রায়, কমল সাহা ও জগন্নাথ দেবনাথ প্রমুখ।

এছাড়া দিনটি উপলক্ষে সাপাহার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে নানা অনুষ্ঠানের আয়োজন করে।

আপনার মন্তব্য

আলোচিত