সিলেটটুডে ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০১৭ ১২:৫৯

৩৫ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে ৩৫ হাজার পিস ইয়াবাসহ রশিদ আলম (৩০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলার ইউনিয়নের জাদিমুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রশিদ মিয়ানমারের মংডু শহরের দংখালী গ্রামের বশির আহমদের ছেলে। সে আড়াই মাস আগে রোহিঙ্গা অনুপ্রবেশের সময় বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং টেকনাফ মোছনী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে আসছিল।

চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো. জিললুর রহমান বলেন, "গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রশিদকে আটক করা হয়। ওই সময় তার সঙ্গে থাকা একটি পলিথিনের ব্যাগের ভেতর থেকে ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।"

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, "রাতে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ৩৫ হাজার ইয়াবাসহ একজন রোহিঙ্গাকে পুলিশের কাছে সোপর্দ করেছে।"

রশিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 

আপনার মন্তব্য

আলোচিত